Welcome to Law Firm

Friday, October 20, 2017

সমসাময়িক

পাঠাগার থেকে সরিয়ে ফেলা হল সূচির ছবি,টয়লেট থেকে মুছে ফেলা হল সূচির নাম।মাত্র দুই মাসের ভিতরে হাজার হাজার মানুষকে হত্যা আর লাখ লাখ মানুষকে ভিটেমাটি করার শাস্তিসরূপ পারলে কঠোর কোন পদক্ষেপ নিন,ব্যবস্থা গ্রহণের নামে এইসব তামাশা আর কত দিন?
চালের কেজি ৭০ টাকা,যে বৃষ্টি শুরু হইছে তাতে যদি নিন্মাঞ্চলের ধান তলিয়ে যায় তবে চালের কেজি সেঞ্চুরি পুরোন করতে সময় লাগবে না।দেশের আমদানি-রপ্তানি ঘাটতিও বাড়ছে হু হু করে।এটা ব্যালেন্স করার জন্য রেমিট্যান্স প্রবাহের যে ধারা ছিল তাও দিনে দিনে কমে যাচ্ছে।আজ বিশ্বব্যাংক বলছে রোহিঙ্গাদের জন্য ঋণ নাও,এই অবস্থা চলতে থাকলে দুইদিন পর আমাদেরকেই ঋণের জন্য বিশ্বব্যাংকের কাছে ধরণা দিতে হবে।আবেগ দিয়ে সব কিছু জয় করা যায় না!
Mozammel