Welcome to Law Firm

Saturday, October 15, 2016

এবার স্ত্রীর বিরুদ্ধে পারিবারিক নি‌র্যাতনের মামলা করতে পারবেন স্বামী

এবার স্ত্রীর বিরুদ্ধে পারিবারিক নি‌র্যাতনের মামলা করতে পারবেন স্বামী

বধূনি‌র্যাতন বিরোধী আইন ২০০৫-কে বৈষম্যমূলক ও সংবিধানবিরোধী বলে কাঁটছাঁটের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট


sc
নয়া দিল্লি, ৯ অক্টোবর। এবার থেকে মহিলা এমনকী অপ্রাপ্তবয়স্কদের বিরুদ্ধেও পারিবারিক নি‌র্যাতনের মামলা দায়ের করতে পারবেন পুরুষরা। শনিবার এক ঐতিহাসিক রায়ে একথা জানিয়েছে সুপ্রিম কোর্ট। বধূনি‌র্যাতন বিরোধী আইন ২০০৫-এর ২(কিউ) নম্বর ধারায় পরিবর্তনের নির্দেশ দিয়েছে আদালত। ওই ধারা থেকে ‘প্রাপ্তবয়স্ক পুরুষ’‍ শব্দজোড়া বাদ দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতিরা। এর ফলে আইনটি এবার থেকে পুরুষদের পাশাপাশি মহিলাদের বিরুদ্ধেও প্রয়োগ করা ‌যাবে। এমনকী প্রয়োগ করা ‌যাবে নাবালিকাদের বিরুদ্ধেও।

পড়ুন - স্ত্রী অকারণে হাঁড়ি আলাদা করতে চাপ দিলে বিবাহবিচ্ছেদ চাইতে পারেন স্বামী


শ্বশুরবাড়িতে বধূদের ওপর ‌যৌতুক-সহ বিভিন্ন কারণে নি‌র্যাতন বন্ধ করতে ২০০৫ সালে এই আইন পাশ করেছিল ইউপিএ সরকার। তার পর থেকেই শুধু মহিলারাই আইনের সুরক্ষা পাবেন কেন তা নিয়ে প্রশ্ন উঠছিল। একাধিক ক্ষেত্রে আইনের অপপ্রয়োগেরও অভি‌যোগ ছিল। এদিন একটি মামলার রায় দিতে গিয়ে পুরনো একটি মামলার জের টেনে বিচারপতিরা বলেন, ‘পুরুষ ও নারীর এবং প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্কের মধ্যে এখন ফারাক আনুবিক্ষণিক। ‌আইনে ‌যে কারণ দেখিয়ে নারী ও পুরুষকে ভাগ করা হয়েছিল তার পিছনে কোনও ‌যুক্তি দেখাতে পারেনি আইনসভা (লোকসভা ও রাজ্যসভা)।’‍

পড়ুন - ধর্ষণের অভি‌যোগকারীর বয়ান বেদবাক্য নয়, বলল সুপ্রিমকোর্ট


৫৬ পাতার রায়ে বিচারপতিরা জানিয়েছেন, ওই দু’‍টি শব্দ আইনটিকে বিভেদমূলক করে তোলে। এই আইন সংবিধানের ১৪ নম্বর অনুচ্ছেদের বিরোধী।
 সুত্র ঃ http://www.india.com/bengali/india/any-person-can-now-be-tried-under-domestic-violence-act-supreme-court/

0 comments:

Post a Comment