ভারতীয় উপমহাদেশের প্রথম নারী আইনজীবী
Mozammel
লেখক: অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
কর্নেলিয়া সরাবজী ছিলেন ভারতীয় উপমহাদেশের প্রথম নারী আইনজীবী। তিনি যখন আইজীবী হিসাবে সনদ লাভ করেন, তখন ভারতীয় উপমহাদেশে কোন নারী আইনপেশা গ্রহন করবেন তা ছিল কল্পনার অতীত। ১৮৮৮ খ্রিঃ তিনি প্রথম নারী যিনি বোম্বে বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী লাভ করেন। অতপর তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ল’ এর উপর লেখাপড়া করেন।
তিনি ছিলেন প্রথম ভারতীয় যিনি অক্সফোর্ডে শিক্ষা গ্রহনের জন্য গিয়েছিলেন ১৮৯৭ সনে তিনি বোম্বে বিশ্ববিদ্যালয় থেকে এল এল বি ডিগ্রী লাভ করেন। ১৮৯৯ সনে তিনি এলাহাবাদ হাইকোর্টে ওকালতি পরীক্ষায় অংশগ্রহন করে উত্তীর্ণ হয়েও আদালতে ওকালতি করার অনুমতি প্রাপ্ত হননি। তিনি প্রথমে উকিল হিসাবে মহিলা ও শিশু মক্কেলদের জন্য পরামর্শ দেওয়ার অনুমতি লাভ করেন, আদালতে মক্কেলের পক্ষে মামলা পরিচালনার জন্য নয়। অনেক প্রচেষ্টায় পরবর্তীতে তিনি আদালতে মামলা পরিচালনার অনুমতি প্রাপ্ত হন।
কর্নেলিয়া সরাবজী বোম্বের নাশিক জেলায় ১৮৬৬ খ্রিঃ জন্ম গ্রহন করেনএবং ১৯৫৪ খ্রিঃ ৬ জুলাই মৃত্যু বরণ করেন।
লেখক: অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
Source: http://lawyersclubbangladesh.com/bangla/2017/01/12/ভারতীয়-উপমহাদেশের-প্রথম/
0 comments:
Post a Comment