Welcome to Law Firm

Sunday, July 2, 2017

পড়াশুনা

এডভোকেটশীপ প্রিপারেশন
-----------------------
পরীক্ষা ২০১৭,২১ জুলাই
পূর্ব প্রকাশের পর থেকে।
★পর্ব ২৯ তম
বিষয়:ফৌজদারী কার্যবিধি।
#################
ধারা৩৭৪।দায়রা আদালত কর্তৃক মৃত্যুদণ্ডাদেশ পেশ।(★★★★★★)
ধারা ৩৭৫।আরও অনুসন্ধান করার অথবা অতিরিক্ত সাক্ষ্য গ্রহণের নির্দেশ দানের ক্ষমতা। (★★)
ধারা ৩৭৬।হাইকোর্ট বিভাগ কর্তৃক দণ্ড বহাল অথবা বাতিলের ক্ষমতা।(★★★)
ধারা ৩৮২।গর্ভবতী স্ত্রীলোকের মৃত্যুদণ্ড স্থগিতকরণ।(★★★★★)
ধারা ৩৮৬।জরিমানা আদায়ের পরোয়ানা।(★★)
ধারা ৩৯৯। তরুণ অপরাধীকে চরিত্র সংশোধনী প্রতিষ্ঠানে আটক রাখা।(★★★)
ধারা ৪০১।দন্ড স্থগিত বা মওকূফ  করার ক্ষমতা।(★★★★★★)
ধারা ৪০২।দণ্ড রদ বদলের ক্ষমতা।(★★★)
ধারা ৪০৩।একবার দণ্ডিত হলে বা খালাস পেলে একই অপরাধের জন্য পুনরায় কারো বিচার করা যাবে না।(★★★★★★★)
ধারা ৪০৪।বিধান অনুসারে না হলে আপীল চলবে না।(★★★★)
ধারা ৪০৫।ক্রোককৃত সম্পত্তি প্রত্যর্পনের আবেদন অগ্রাহ্য  হলে তার বিরুদ্ধে আপীল।(★★★★)
ধারা ৪০৬।শান্তিরক্ষা বা সদাচারনের মুচলেকার আদেশের বিরুদ্ধে আপীল।(★★★)
ধারা  ৪০৭।দ্বিতীয় বা তৃতীয়  শ্রেনির ম্যাজিস্ট্রেট প্রদত্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপীল।(★★★★★★★)
ধারা ৪০৮।যুগ্ম দায়রা জজ বা প্রথম শ্রেনির ম্যাজিস্ট্রেটের দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল।(★★★★★★★)
ধারা ৪০৯।দায়রা আদালতে আপিল যেভাবে শুনানি(★★)
ধারা ৪১০।দায়রা আদালতের দণ্ডের বিরুদ্ধে আপীল।(★★★★★★★)
-------------
ইহা একটি ধারাবাহিক প্রকাশনা।৩০ তম পর্ব চলমান থাকবে---------
ধারাভিত্তিক বিস্তারিত আলোচনা মূল বই থেকে পড়ে নিবেন।...
(বি:দ্র:যত বেশি স্টার ★ চিহ্ন ধারাটি তত বেশি গুরুত্বপূর্ণ।)
সকলের সফলতা কামনায় ----------সুব্রত আচার্য
এলএল.বি.; এল এল.এম.(ই:বি:)
বি এস এস( সম্মান)অর্থনীতি,                                        এম এস এস(অর্থনীতি)জা:বি:
ডিপ্-ইন-সার্ভে(ময়নামতি)
প্রভাষক (অর্থনীতিতে নিবন্ধিত )
এক্স অর্থনীতি শিক্ষক
মেরনসান ও মেরিট বাংলাদেশ কলেজ।

Mozammel Hoq

0 comments:

Post a Comment