বিশ্বে প্রথমবারের মতো রোবট আইনজীবী নিয়োগ!
রোবট আইনজীবী নিয়োগ
The Law Firm
আইনি সমস্যার সমাধানে কেবল মানুষ আইনজীবীই নয় পরামর্শ দেবে যন্ত্রমানবও (রোবট)। যুক্তরাষ্ট্রে এসে গেছে এমনই এক যন্ত্রমানব ‘আইনজীবী’। সবজান্তা এই আইনজীবীর পোশাকি নাম ‘রস’।
‘আইনজীবী’ নির্মাণকারী প্রতিষ্ঠানের দাবি, বিচারের বাণী নীরবে নিভৃতে আর কাঁদবে না৷ কারণ রসের কারণে ‘নির্ভুল দলিলে’ সঠিক বিচার পাবেন অভিযোগকারীরা৷ আইনের প্রথম ধারা থেকে শেষ ধারা অবলীলায় নিখুঁতভাবে বলে দেবে এই রোবট৷ কারণ তার মগজে (মেমোরি) থাকবে পৃথিবীর সব প্রচলিই আইনের ধারা উপধারা এবং তা সঠিকভাবে যুক্তিতর্কের মাধ্যমে উপস্থাপনের ক্ষমতা।
দ্য ইনডিপেনডেন্টের খবর অনুযায়ী, গত দুই বছরে টরেন্টো বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান এবং রোবোটিকস বিভাগের গবেষণার ফল এই আইনজীবী রস। তৈরির পর ১০ মাস ধরে এই যন্ত্রমানবকে ব্যাংক এবং বাণিজ্য সংক্রান্ত একাধিক আইন শেখানোর কাজ শুরু হয়।
আর এই ‘আইনজীবীকে’ কাজে লাগানোর জন্য সরকারের অনুমোদনও নিয়েছে নির্মাতা প্রতিষ্ঠানটি। আর এর পরই যুক্তরাষ্ট্রের এক আইনি পরামর্শক প্রতিষ্ঠান ‘বেকার হস্টেলারে’ নিযুক্ত হলো বিশ্বের প্রথম রোবট আইনজীবী৷
রসের নিয়োগকারী প্রতিষ্ঠান জানিয়েছে, আপাতত মানুষ আইনজীবীদের সহকারী হিসেবেই কাজ করবে এই রোবট৷ নিজের মেমোরির তথ্যভাণ্ডার থেকে তুলে এনে দেবে মামলার জন্য প্রয়োজনীয় নথি৷
জানাবে অতীতের মামলার উদাহরণও৷ নতুন কোনো আইন প্রণয়ন হলে তার কী প্রভাব বর্তমান মামলায় পড়তে পারে, সেই বিষয়েও সতর্ক করে দেবে মানব সহকর্মীকে৷
এ ছাড়া প্রাথমিকভাবে রস ব্যাংক দেউলিয়ার ঘটনা থেকে শুরু করে বাণিজ্য সংক্রান্ত একাধিক কাজে গ্রাহকদের সুবিধা করবে বলে জানিয়েছে বেকার হস্টেলার।
ইংরেজি ভার্ষনের জন্য Click Here
Source: Lawyers Club.
The Law Firm
আইনি সমস্যার সমাধানে কেবল মানুষ আইনজীবীই নয় পরামর্শ দেবে যন্ত্রমানবও (রোবট)। যুক্তরাষ্ট্রে এসে গেছে এমনই এক যন্ত্রমানব ‘আইনজীবী’। সবজান্তা এই আইনজীবীর পোশাকি নাম ‘রস’।
‘আইনজীবী’ নির্মাণকারী প্রতিষ্ঠানের দাবি, বিচারের বাণী নীরবে নিভৃতে আর কাঁদবে না৷ কারণ রসের কারণে ‘নির্ভুল দলিলে’ সঠিক বিচার পাবেন অভিযোগকারীরা৷ আইনের প্রথম ধারা থেকে শেষ ধারা অবলীলায় নিখুঁতভাবে বলে দেবে এই রোবট৷ কারণ তার মগজে (মেমোরি) থাকবে পৃথিবীর সব প্রচলিই আইনের ধারা উপধারা এবং তা সঠিকভাবে যুক্তিতর্কের মাধ্যমে উপস্থাপনের ক্ষমতা।
দ্য ইনডিপেনডেন্টের খবর অনুযায়ী, গত দুই বছরে টরেন্টো বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান এবং রোবোটিকস বিভাগের গবেষণার ফল এই আইনজীবী রস। তৈরির পর ১০ মাস ধরে এই যন্ত্রমানবকে ব্যাংক এবং বাণিজ্য সংক্রান্ত একাধিক আইন শেখানোর কাজ শুরু হয়।
আর এই ‘আইনজীবীকে’ কাজে লাগানোর জন্য সরকারের অনুমোদনও নিয়েছে নির্মাতা প্রতিষ্ঠানটি। আর এর পরই যুক্তরাষ্ট্রের এক আইনি পরামর্শক প্রতিষ্ঠান ‘বেকার হস্টেলারে’ নিযুক্ত হলো বিশ্বের প্রথম রোবট আইনজীবী৷
রসের নিয়োগকারী প্রতিষ্ঠান জানিয়েছে, আপাতত মানুষ আইনজীবীদের সহকারী হিসেবেই কাজ করবে এই রোবট৷ নিজের মেমোরির তথ্যভাণ্ডার থেকে তুলে এনে দেবে মামলার জন্য প্রয়োজনীয় নথি৷
জানাবে অতীতের মামলার উদাহরণও৷ নতুন কোনো আইন প্রণয়ন হলে তার কী প্রভাব বর্তমান মামলায় পড়তে পারে, সেই বিষয়েও সতর্ক করে দেবে মানব সহকর্মীকে৷
এ ছাড়া প্রাথমিকভাবে রস ব্যাংক দেউলিয়ার ঘটনা থেকে শুরু করে বাণিজ্য সংক্রান্ত একাধিক কাজে গ্রাহকদের সুবিধা করবে বলে জানিয়েছে বেকার হস্টেলার।
ইংরেজি ভার্ষনের জন্য Click Here
Source: Lawyers Club.
0 comments:
Post a Comment