History of Rohinga
সে সময়ে পার্লামেন্টে রোহিঙ্গাদের প্রতিনিধিত্ব
ছিল। এ জনগোষ্ঠীর কয়েকজন পদস্থ সরকারি
দায়িত্বও পালন করেন। কিন্তু ১৯৬২ সালে জেনারেল
নে উইন সামরিক অভ্যুত্থান ঘটিয়ে রাষ্ট্রক্ষমতা দখল
করলে মিয়ানমারের যাত্রাপথ ভিন্ন খাতে প্রবাহিত হতে
শুরু করে। রোহিঙ্গাদের জন্য শুরু হয় দুর্ভোগের
নতুন অধ্যায়। সামরিক জান্তা তাদের বিদেশি হিসেবে
চিহ্নিত করে। তাদের নাগরিক অধিকার থেকে বঞ্চিত
করা হয়। ভোটাধিকার কেড়ে নেওয়া হয়।
ধর্মীয়ভাবেও অত্যাচার করা হতে থাকে। নামাজ
আদায়ে বাধা দেওয়া হয়। হত্যা-ধর্ষণ হয়ে পড়ে
নিয়মিত ঘটনা। সম্পত্তি জোর করে কেড়ে নেওয়া
হয়। বাধ্যতামূলক শ্রমে নিয়োজিত করা হতে থাকে।
তাদের শিক্ষা-স্বাস্থ্যসেবার সুযোগ নেই। বিয়ে
করার অনুমতি নেই। সন্তান হলে নিবন্ধন নেই।
জাতিগত পরিচয় প্রকাশ করতে দেওয়া হয় না। সংখ্যা যাতে
না বাড়ে, সে জন্য আরোপিত হয় একের পর এক
বিধিনিষেধ।
মিয়ানমারের মূল ভূখণ্ডের অনেকের কাছেই
রোহিঙ্গা জনগোষ্ঠী 'কালা' নামে পরিচিত।
বাঙালিদেরও তারা 'কালা' বলে। ভারতীয়দেরও একই
পরিচিতি। এ পরিচয়ে প্রকাশ পায় সীমাহীন ঘৃণা।
Source from https://m.facebook.com/story.php?story_fbid=1345069775505722&id=100000081369408
By LawFirm
ছিল। এ জনগোষ্ঠীর কয়েকজন পদস্থ সরকারি
দায়িত্বও পালন করেন। কিন্তু ১৯৬২ সালে জেনারেল
নে উইন সামরিক অভ্যুত্থান ঘটিয়ে রাষ্ট্রক্ষমতা দখল
করলে মিয়ানমারের যাত্রাপথ ভিন্ন খাতে প্রবাহিত হতে
শুরু করে। রোহিঙ্গাদের জন্য শুরু হয় দুর্ভোগের
নতুন অধ্যায়। সামরিক জান্তা তাদের বিদেশি হিসেবে
চিহ্নিত করে। তাদের নাগরিক অধিকার থেকে বঞ্চিত
করা হয়। ভোটাধিকার কেড়ে নেওয়া হয়।
ধর্মীয়ভাবেও অত্যাচার করা হতে থাকে। নামাজ
আদায়ে বাধা দেওয়া হয়। হত্যা-ধর্ষণ হয়ে পড়ে
নিয়মিত ঘটনা। সম্পত্তি জোর করে কেড়ে নেওয়া
হয়। বাধ্যতামূলক শ্রমে নিয়োজিত করা হতে থাকে।
তাদের শিক্ষা-স্বাস্থ্যসেবার সুযোগ নেই। বিয়ে
করার অনুমতি নেই। সন্তান হলে নিবন্ধন নেই।
জাতিগত পরিচয় প্রকাশ করতে দেওয়া হয় না। সংখ্যা যাতে
না বাড়ে, সে জন্য আরোপিত হয় একের পর এক
বিধিনিষেধ।
মিয়ানমারের মূল ভূখণ্ডের অনেকের কাছেই
রোহিঙ্গা জনগোষ্ঠী 'কালা' নামে পরিচিত।
বাঙালিদেরও তারা 'কালা' বলে। ভারতীয়দেরও একই
পরিচিতি। এ পরিচয়ে প্রকাশ পায় সীমাহীন ঘৃণা।
Source from https://m.facebook.com/story.php?story_fbid=1345069775505722&id=100000081369408
By LawFirm
0 comments:
Post a Comment